সম্প্রতি বিজ্ঞানীরা একটি জিন এডিটিং প্রযুক্তি তৈরি করেছেন যা ৮৯ শতাংশ পর্যন্ত জিনগত ত্রুটি সারাতে সক্ষম হবে।
গত মাসে এমআইটি ও হাভার্ডের গবেষকরা তাদের তৈরি প্রযুক্তি নিয়ে গবেষণাপত্রটি সায়েন্স জার্নালের ওয়েবসাইট নেচারে প্রকাশ করেন। এই প্রযুক্তিটি সিআরআইএসপিআর জিন এডিটিংয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
সিকেল সেল এনেমিয়ার মতো রোগগুলো জিনগত ত্রুটির কারণেই হয়ে থাকে। জিনগত ত্রুটি শনাক্ত করে তা এই প্রযুক্তির মাধ্যমে নিরাময় করা যাবে। এই জিন এডিটিং প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘প্রাইম এডিটিং’।
‘প্রাইম এডিটিং’ প্রযুক্তিটি এখন পর্যন্ত আবেদন প্রাথমিক পর্যায়েই আছে। এক দশক আগে সিআরআইএসপিআর-ক্যাস৯ আবিষ্কার করা হয়েছিল যা শুধু একবারই ২০১৬ সালে মানবদেহে প্রয়োগ করা হয়।
এরপর ‘বেজ এডিটিং’ নামে আরও একটি কৌশল তৈরি হয় ২০১৭ সালে, যার মাধ্যমে ডিএনএ সিকুয়েন্স না কেটেই নির্দিষ্ট ডিএনএ পরিবর্তন করা সম্ভব।
Leave a Reply