আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নওগাঁ সদরের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন করোনা ভাইরাস প্রতিশোধক টিকা গ্রহন করেছেন আজ।
আজ ০৭ মার্চ রোববার বেলা ১১ টায় নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তয় তলায় ৫টি বুথের মাধ্যমে করোনা টিকা দান কমূসচির কার্যক্রম চলমান।
এ সময় তত্বাবধায়ক ডাঃ মোহাম্মাদ সাঈদুল হক, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ পরাণ নয়ন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানত জামান শিউলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারী করোনা টিকা দেয়ার মধ্যে দিয়ে নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে কোভিট-১৯ এর টিকা দান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, আজ ৭ ফেব্রুয়ারী রোববার ১মাসে নওগাঁ সদর হাসপাতালে ৫টি বুথের মাধ্যমে ১৪ হাজার ৮ শত ১৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এছাড়া, অন্য ১০টি উপজেলায় ৩টি করে বুথের মাধ্যমে টিকাদান কর্মসুটি একই সাথে চলমান রয়েছে।
Leave a Reply