রাজ:
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ছাদ বাগানে পবিত্র কোরআনে উল্লেখিত তীন ফল চাষ করেছেন স্কুল শিক্ষক। এরই মধ্যে তার বাগানে সুস্বাদু তীন ফল পাকতে শুরু করেছে।
ছাদ বাগানে শখের বসে তীন ফল চাষ করা স্কুল শিক্ষক আল ইমরান (কিরন) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে বলরামপুর (দক্ষিন) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছেলে।
তিনি রায়দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ব্যক্তি জীবনে কৃষির প্রতি ভালোবাসায় বিভিন্ন দেশ থেকে নানা জাতের ফলের চারা লাগিয়েছেন তার ছাদ বাগানে।
তার ছাদ বাগানে বিভিন্ন ফলের চারা গাছ সংগ্রহের মধ্যে রয়েছে, তীন ফল, দার্জিলিং কমলা, কালো আংগুর, চায়না কমলা, আংগুর ফল, মালবেরী, আপেল, ব্রকলি সবজি, সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ।
এছাড়াও তিনি ফল বৃদ্ধির জন্য কামারখন্দ উপজেলা সহ তীন ফল ও মালবেরীর চারা ফলাচ্ছেন। তার কাছ থেকে ইচ্ছে করলেই যে কেউ ফলের চারা সগ্রহ করতে পারবেন।
Leave a Reply