-
- খুলনা, লিড নিউজ, শিক্ষা, সারা দেশ
- নওগাঁয় নদী থেকে অজ্ঞাত ভাঁসমান যুবকের মৃতদেহ উদ্ধার
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২২, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
- 33 জন দেখেছেন
খবরটি নিচের যেকোন মাধ্যমে শেয়ার করুন
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ছােট যমুনা নদী থেকে ভাঁসমান যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকল সাড়ে ৪ ঘটিকায় নওগাঁ শহরের হাজিপাড়া এলাকায় নদীর মধ্যে থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি সােহরাওয়ার্দি হােসন জানান, বিকেলে নদীতে মাছ ধরার সময় কচুরিপানার মধ্যে একটি মৃতদেহ ভাঁসমান দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মৃতদহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত হওয়া গেলে তিনি কি ভাবে মারা গেছে তার কারণ জানা সম্ভব হবে।
ওসি আরা জানান, নিহতর শরীরর আঘাতর চিহ্ন পাওয়া যায়নি। ঘটনায় থানায় মামলা দায়রর প্রক্রিয়া চলছ।
এই বিভাগের আর নিউজ দেখুন
Leave a Reply