আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করতে সরকারের কাছে দাবী জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার দাবীও জানিয়েছে সংগঠনটি।
কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ঘোষিত ৮ দফা দাবী আদায়ে সংগঠনের গাইবান্ধা জেলা সংসদ আয়োজিত ছাত্র-শিক্ষক অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা থেকে এসব দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। শিক্ষা খাতের ‘ভয়ংকর দুর্দশা’ দূর করতে নিজেদের দাবিগুলোকে ‘আশু করণীয়’ বলে মনে করেন ছাত্র ইউনিয়নের নেতারা।
সোমবার (২৫ জানুয়ারী) সকালে সংগঠনের জেলা কার্যালয়ে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা এমদাদুল হক মিলন, প্রভাষক জিয়াউর রহমান, বিনোদ বিকাশ রায়, আতিকুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ রুবেল শেখ।
মতবিনিময় সভায় ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ বন্ধে অনেক শিক্ষার্থী শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছেন, ফলে তাঁদের আবারও শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না।
অনলাইন ক্লাসের মাধ্যমে বিপুল পরিমাণ শিক্ষার্থীকে ছাড়াই পাঠ-কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে। পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা না থাকা, ইন্টারনেটের মন্থর গতি ও ডিভাইসের অভাবে অধিকাংশ দরিদ্র শিক্ষার্থীই অনলাইন ক্লাসের কার্যক্রমে যথাযথ অংশগ্রহণ করতে পারেননি। শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত না করেই চলছে অনলাইন ক্লাস-পরীক্ষা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি আদায় করার ঘৃণ্যতম চেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাসাইনমেন্টের নামে নেওয়া হচ্ছে নামে-বেনামে ফি। তারা অবিলম্বে ৮ দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply