অনলাইন ডেস্ক:
ভূমিহীন, গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে এক হাজার ১৬৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৬৬ হাজার ১৮৯ পরিবারকে ঘর দেওয়া হবে। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের কাছে ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব ইমরুল কায়েসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা জেলায় ১ হাজার ৫০ গৃহহীন পরিবারের অনুকূলে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, আমরা হাজারো মানুষের জন্য কাজ করি। তবে এই গৃহ নির্মাণ কাজে সম্পৃক্ত হতে পেরে যে তৃপ্তি পেয়েছি, তা অন্য কোথাও পাইনি। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস কে মো. মামুনুর রশিদ জানান, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার নবাবগঞ্জ উপজেলার গৃহহীন ঘর পাচ্ছে।
Leave a Reply