নিজস্ব প্রতিবেদক-
সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি পৌরসভা নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে শ্যামকিশোর উচ্চ বিদ্যালয় সড়ক থেকে মিছিলটি বের হয়ে মুকন্দগাতি ইসলামি ব্যাংক মোড় হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাশতলা মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুস ছামাদ সরকারের সভাপতিত্বে বেলকুচি পৌর নির্বাচনের পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বেলকুচি পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক, কেন্দ্রীয় বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বণি আমিন ও যুগ্মআহ্বায়ক কেরামত আলী তালুকদার সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মধ্যরাতের এই অবৈধ আওয়ামীলীগ সরকারকে আর সময় দেয়া হবে না। যেখানে মানুষের ভোটের অধিকার নেই, জানমালের নিরাপত্তা নেই, সর্বক্ষেত্রে চলছে সীমাহীন দুর্নীতি। তাই দেশ বাঁচাতে এখনই বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিন। এ ভোটের মাধ্যমেই এই সরকারের পরাজয় বা পতন নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, সরকার বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন ৬০ টাকা কেজির নিচে চাল পাওয়া যায় না। আজকে সার-বীজসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। তাই ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল দিয়ে সরকার পতনের আন্দোলনে শরীক হতে ভোটারদের আহ্বান জানান।
Leave a Reply