রফিক মোল্লা-
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার প্রায় অর্ধশত বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে। শুক্রবার সকালে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হাজী ফিরোজ হাসান অনিক। এসময় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া চৌহালী উপাজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পেল নতুন বই। শুক্রবার সকালে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ উৎসব শুরু হয়।
উপজেলার কে কে পশ্চিম জোতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম আলম।
Leave a Reply