রফিক মোল্লা-
“প্লাষ্টিক থেকে বাঁচবো রোগ মুক্ত থাকবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুরে প্লাষ্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ইসলামি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে প্রায় আধা ঘন্টা ব্যাপী মানববন্ধনে ইউনিট কাউন্সিল সেক্রেটারী মুসা হাসেমীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আবদুস ছামাদ খান, সংগঠনের যুগ্মসাধারন সম্পাদক মাহমুদুল হাসান, এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের কার্যকরী সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, ধুলিয়াবাড়ি স্কুলের সহ শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গৃহস্থলির কাজে অতিরিক্ত প্লাষ্টিক পন্য ব্যবহারের ফলে নানা রকম রোগ ব্যাধি ছাড়াচ্ছে। এজন্য প্লাষ্টিকের পন্য ব্যবহার পরিবর্তে পাটজাত পন্য ব্যবহার করে পরিবেশ দুষন মুক্ত রাখতে হবে। এছাড়া আহ্বান জানানো হয়। এদিকে এই সংগঠনের পক্ষ থেকে গত প্রায় দুই মাস ধরে এলাকা ও হাটবাজারের গিয়ে প্লাষ্টিক ব্যবহারের সচেতন ও অনুৎসাহিত করা হচ্ছে।
Leave a Reply