কুড়িগ্রাম সদর থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী ৯ টায় কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এস আই প্রলয় কুুুমার বর্মার নেতৃত্বে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া মোড় এনা বাস কাউন্টারের সামন থেকে দুই জনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এস আই প্রলয় বর্মা জানান, আটককৃত ব্যক্তিদ্বয় ফুলবাড়ী থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটকৃতরা হলেন, কুুুড়িগ্রাম উপজেলার চর হরিকেশ গ্রামেফ রিজলের ছেলে লাভলু ইসলাম ও টাঙ্গাইলল জেলার ধনবাড়ীর চরধলী গ্রামের সুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার জানান, গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
Leave a Reply