আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ


উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরাফাত নামে (২২) এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহজাহানপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্বজনদের অভিযোগ আরাফাতকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। মৃত আরাফাত ওই এলাকার মর্তুজ হোসেনের ছেলে।

নিহতের বাবা মর্তুজ জানান, আরাফাত ভাঙারি মালের ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে চুক্তিবদ্ধ হয়ে ফুটবল খেলতেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে শাহজাহানপুর বাজারে পালা গানের আসর বসায় একই এলাকার বুদ্ধু নামের এক নেশাগ্রস্থ যুবক আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি সন্দেহজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর