আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তিনজন গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ক্যাম্প-৪ এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোলাগুলির ঘটনায় ৩০ জনের পুলিশের একটি টিম ক্যাম্পে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, হেড মাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্যাম্প -৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

গুলিবিদ্ধদের ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলিতে আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর