সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের সলঙ্গার একটি পুকুর থেকে হাজী ইদ্রিস আলী (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(৪ মার্চ) দুপুর ৩ টার দিকে সলঙ্গা থানার অলিদহ পশ্চিম পাড়া গাওকামরার বিলে হাফিজুর রহমানের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইদ্রিস আলী কইমাঝুরিয়া গ্রামের মৃত: নাজির উদ্দিন সরকার ছেলে। ইদ্রিস আলী পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের ভাগিনা মকুল আলী জানায়, সোমবার বিকেলে কাজ শেষ করে বাড়ি আসেন ইদ্রিস। ভোর রাত বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুরে পুকুরে হাজী ইদ্রিস আলী হাত-পা ও গলা বাঁধা ভাসমান লাশ দেখতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো: তাজুল হুদা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ধারণা করা হচ্ছে, হাজী ইদ্রিস আলীকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা। পারিবাবরিক বিরোধ থেকে এঘটনা ঘটতে পারে। তবে তাকে কেন হত্যা করা হয়েছে, হত্যার সঙ্গে কারা জড়িত তা সনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply