হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে বাসের চালক ও সুপারভাইজার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির মঙ্গলবার দুপুরে এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে বাস চালক সোহাগ আলী ও রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মৃত জিতু প্রামানিকের ছেলে বাস সুপারভাইজার লিটন হোসেন।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৯ আগষ্ট র্যাব-১২ এর সদস্যরা জানতে পারেন যে, নাটোর থেকে বাসে করে মাদক আসছে সিরাজগঞ্জে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়াটারের সামনের চেক পোষ্ট বাসিয়ে বিভিন্ন বাসে তল্লাশী চালায়। এসময় নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের বাসটি চেকপোষ্টে আসলে বাসটিতে তল্লাশী চালায় র্যাব সদস্যরা। এসময় বাসের চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসের ভিতরে থাকা বাংকার থেকে চায়ের প্যাকেটে ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় র্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ এরায় প্রদান করেন।