সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত সহ দুইজন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
নিহতের চাচাত ভাই মোঃ হাসিনুর রহমান বলেন,আজ সকালে তাড়াশ থেকে তার চাচা মহাসিন তালুকদার ছেলে-মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল, ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পিছন থেকে আসা মোটরসাইকেল এর ধাক্কায় শ্রেয়সী মোটরসাইকেলের উপর থেকে ছিটকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে হানিফ গাড়ির একটি চাকা উঠে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
এবারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিপিএন২৪- রাব্বি হাসান হৃদয়