1. admin@thepeoplesnews24.com : admin :
  2. shohel.jugantor@gmail.com : alamin hosen : alamin hosen
‘স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ’ - Thepeoples News 24
বুধবার, ১৮ মে ২০২২, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

‘স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ’

খেলাধুলা ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৫ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের তরুণ এই ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু স্ত্রী নির্ভানি হেটমায়ারের সঙ্গে ছবি। কখনও দুজনের যুগল ছবি, আবার কখনও নির্ভানির একক ছবিই পোস্ট করে থাকেন শিমরন। যা দেখলে সহজেই বোঝা যায় স্ত্রীর প্রতি তার কেমন ভালবাসা।

এদিকে সোমবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের ক্যারিয়ারের ওপর স্ত্রীর প্রভাব সম্পর্কে গণমাধ্যমকে শিমরন জানান, প্রথম দুই বছর আমি উইকেটে সেট হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেইনি। এবার তাই বিষয়টা ছিল নিজেকে সময় দেওয়ার। এ বছর এবং গত বছর, নিজেই নিজেকে বলেছি যে পরিস্থিতি ঠিক কেমন আছে। আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ এবং সবচেয়ে তীর্যক সমালোচক। সে আমাকে বলেছে, শুরুতে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে নিতে।

শিমরন আরও জানান, ইংলিশ তারকা জস বাটলারের কাছ থেকে রিভার্স সুইপ শেখার ইচ্ছা রয়েছে তার, আমি জস বাটলারের কাছে শিখতে চাই কীভাবে রিভার্স সুইপ করতে হয়। আমি নেটে অনুশীলন করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন তার সঙ্গে ব্যাটিং করি, সে কাজ সহজ করে দেয়।

এই পোস্ট টি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
©২০১৫-২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized BY Limon Kabir