সিরাজগঞ্জ সদরে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২’র সদস্যরা।
বুধবার (০২ মার্চ) দুপুর ১২.৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একডালা মৌজার একডালা পশ্চিম পাড়াস্থ জনৈক মোঃ চাঁন মিয়া (গরুর ব্যবসায়ী) এর বাড়ীর পশ্চিম পার্শ্বে অনুমান ৫০/৬০ গজ দূরে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১(এগার) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১০০০/- টাকা জব্দ করা হয়।
আটককৃত হলো, সিরাজগঞ্জের কাজিপুর থানার,কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মো: ইলিম হোসেনের ছেলে মো: শাহাদাৎ হোসেন (৩৫)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।