সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এ্যাড. কে.এম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও জাতীয় চারে নতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে দলীয় কার্যালয়ে তারা এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহমেদ, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ বিন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফুলেল শ্রদ্ধাশেষে সংক্ষিপ্ত আলোচনা সভা নব নির্বাচিত সভাপতি কে.এম. হোসেন আলী হাসান বলেন, সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করবো। দলকে শক্তিশারী ও আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের সব কয়টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সারাজীবন কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।