সিরাজগঞ্জের সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা এক শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
বুধবার সকাল সাড়ে ১০ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (৩৭) ও একই গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মুলিবাড়ী এলাকায় মহাসড়ক পার হচ্ছিল অটোভ্যানটি। এ সময় একটি কাভার্ডভ্যান এসে অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নারী ও শিশু মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো বলেও জানান তিনি।
টিপিএন২৪- রাব্বি হাসান হৃদয়