সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের নবনির্বাচিত ১৪৪ জন ইউপি সদস্য দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গত(৯ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
কাজিপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এ শপথবাক্য পাঠকরান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ৩৬ জনএবং সাধারণ সদস্য ১০৮ জনসহ মোট ১৪৪ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহন করেন।এ সময় উপস্থিত
নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সেবা পৌছাইয়া দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনসেবা সাধারণ জনগণের দোড়গোরায় পৌঁছে দিতে বর্তমান আওয়ামীলী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি আপনারা সুনাম ধরে রাখবেন।পরে অতিথি বৃন্দ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সকালে শপথ গ্রহন করা ১২ টি ইউনিয়নের নবাগত চেয়ারম্যানবৃন্দ,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলাভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ উপজেলার গণ্যমান্যব্যক্তিবর্গ।অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম শাহা আলম মোল্লা।