সিরাজগঞ্জের রায়গঞ্জে ইচলা দিগর মৌজায় ভূঁইয়াগাঁতীতে সরকারি রাস্তার উপর পাঁকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঁইয়াগাঁতীতে সরকারি আঞ্চলিক রাস্তার উপর পাঁকা নির্মাণ করছে আবুল হোসেনের পুত্র মোঃ আতিকুর রহমান আতিক। সরেজমিনে গিয়ে জানাযায় আতিকুর রহমান সরকারি রাস্তার মধ্যে পাঁকা ঘরেের ৩টি কলাম জোরপূর্বক নির্মাণ করছে। এই পাঁকা স্থাপনা নির্মাণ করলে সাধারণ মানুষের ঐ রাস্তা দিয়ে চলাচল করা,কঠিন হয়ে দাঁড়াবে।
এ ব্যাপারে ঘুড়কা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাধন কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনাদের থেকে জানতে পারলাম। আমি তদন্তের জন্য এখনই লোক পাঠাচ্ছি। সরকারি রাস্তার উপর কোন ভাবেই ঘর নির্মাণ করতে দেয়া হবে না।
ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি অবগত আছি। তদন্তের জন্য আমি গ্রাম পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।