রাজশাহীতে রেললাইনে ভাঙা দেখে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামিয়ে যাত্রীদের প্রাণরক্ষা করছেন এক গেটম্যান। শনিবার সকালে বাঘা উপজেলার আড়ানি স্টেশনের অদূরে বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইন ভেঙে যায়।
ঘটনাটি জানতে পেরে আড়ানি-পুঠিয়া সড়কের রেলক্রসিংয়ের অস্থায়ী গেটম্যান লায়েবউদ্দিন লাল কাপড় উঁচিয়ে সঙ্কেত দিয়ে রাখেন। এতে নিরাপদ দূরত্বেই থেমে যায় উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৩০০ যাত্রীর প্রাণ। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি রেলস্টেশনের মাস্টার সদরুল আলম জানান, শনিবার সকালে বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা আড়ানি-পুঠিয়া সড়কের রেলগেটের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিনকে জানায়। তার আগে আড়ানি স্টেশন থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। তবে গেটম্যান লায়েব উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে নিরাপদ দূরত্বে ট্রেনটি থামিয়ে দেন। ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি।