রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলায় পৌরসভায় বসবাস নামে মাত্র বাস্তবে সবধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাঙামাটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের উলুছড়ি, আলুটিলা, মেষমারা, নির্বানপুর, নোয়াআদাম ও কাটাছড়ি এলাকার বাসিন্দারা।
৫ শতাধিক পরিবারের যাতায়তের একমাত্র ভরসা স্থানীয় জনসাধানের অর্থে তৈরী করা জোড়াতালি দেয়া একমাত্র কাঠের সাঁকো।
এবিষয়ে রাঙামাটি চাকমা সার্কেলের অধিনে থাকা ১০২ নং রাঙ্গাপানি মৌজার উলুছড়ি গ্রাম প্রধান কারব্বারী রবিধন চাকমা বলেন, ভেদ ভেদী এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় বসানোর পর থেকে উলুছড়ি, আলুটিলা, মেষমারা, নির্বানপুর, নোয়াআদাম ও কাটাছড়ি এলাকার বাসিন্দাদের পায়ে চলা-চলের রাস্তা (পাকিস্থান আমলের কাউন্সেল রোড ছিলো) ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে দখল করে নেয় আনসার বাহিনী।
এলাকার বাসিন্দাদের জনজীবন মুল ধারার সাথে চলমান রাখতে ভেদ ভেদী আনসার কার্যালয়ের পিছনের অংশে ভেদ ভেদী- উলুছড়া সেতু নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
TPN24-রাব্বি হাসান হৃদয়