সিরাজগঞ্জের কাজিপুর থানায় যোগদান করে প্রথম দিনেই অভিযান চালিয়ে জি আর ৩৪/১৬ মাদক মামলার আড়াই বছরের দন্ডপ্রাপ্ত এক মাদক কারবারিকে আটক করেছেন নবাগত অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত । আটকৃত মাদক কারবারী উপজেলার কুনকুনিয়া প্রামাণিক পাড়ার হবিবর রহমানের পুত্র শফিকুল ইসলাম (৪২)। কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্তের নেতৃত্বে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কাজিপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শফিকুল ইসলামকে আড়াই বছরের সাজা দেন আদালত। সেই থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।