যশোরে হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি রওশন ইকবালকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার যশোর শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রওশন ইকবাল শাহী যশোর শহরের কাজীপাড়া তেতুলতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক রওশন ইকবাল শাহী ২০১৪ সালের একটি হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।