সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের হত দরিদ্র ১৫০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে পূর্ব খুকশিয়া হাই স্কুল মাঠে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন কাজিপুর এর উদ্যোগে গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
তিনি বলেন, আপনাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিমের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছি এবং আপনাদের প্রয়োজনে যত কাজ আমাকে অবগত করলে তা যথার্থ গুরুত্বের সাথে সমাধান করব। আজ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
অনুষ্ঠানে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
TPN24- রাব্বি হাসান হৃদয়