দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২০২০-২০২১ অর্থবছরে ভ্যাট প্রদানে সর্বোচ্চ কমপ্লায়েন্স নিশ্চিতকারী কোম্পানি-এর অ্যাওয়ার্ড পেয়েছে। ভ্যাট সপ্তাহ (১০-১৫ ডিসেম্বর) উদযাপনের অংশ হিসেবে ‘বৃহৎ করদাতা ইউনিট – মূল্য সংযোজন কর (এলটিইউ-ভ্যাট)’ আয়োজিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।
ভ্যাট প্রদানের ক্ষেত্রে সকল করদাতাদের অনুপ্রাণিত করার পাশাপাশি স্বচ্ছভাবে ভ্যাট পরিশোধের মাধ্যমে সরকারি কোষাগারে অবদান রাখা নিশ্চিত করতে এলটিইউ-ভ্যাট এই বছর ‘সর্বোচ্চ কমপ্লায়েন্স নিশ্চিতকারী কোম্পানি’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু করেছে। অনুষ্ঠানে এলটিইউ-ভ্যাট-এর মাননীয় কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী বাংলালিংক-কে পুরস্কার প্রদান করেন।
বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “এই বছর ভ্যাট কার্যক্রমের জন্য সর্বোচ্চ কমপ্লায়েন্স নিশ্চিতকারী কোম্পানিগুলোর একটি হিসেবে পুরস্কৃত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। বাংলালিংক-এর প্রাতিষ্ঠানিক লক্ষ্যের মূলে রয়েছে কমপ্লায়েন্স চর্চা। আমাদের সব ব্যবসায়িক প্রক্রিয়া যেন দেশের আইন অনুসারে সম্পাদিত হয় সেটি নিশ্চিত করার জন্য সুনিয়ন্ত্রিত কমপ্লায়েন্স কাঠামো ও পৃথক লোকবল রয়েছে। কমপ্লায়েন্স চর্চায় আমরা আন্তরিকভাবে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তার প্রমাণ এই পুরষ্কারটি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোঃ আবু সায়েম, হেড অব ট্যাক্স সারওয়ার হোসেন খান, হেড অব কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি আংকিত সুরেকা।
বাংলালিংক সম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।
মাইবিএল অ্যাপ : https://mybl.digital/App
ওয়েবসাইট : www.banglalink.net
ফেসবুক : www.facebook.com/banglalinkdigital
টুইটার : https://twitter.com/banglalinkmela
ইউটিউব : https://www.youtube.com/banglalinkmela/
লিংকইডইন : https://www.linkedin.com/company/6660/
ইন্সটাগ্রাম : https://www.instagram.com/banglalink.digital/