সিরাজগন্ন্জের বেলকুচি পৌর সভার জিধুরী হাফিজিয়া কওমীয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম।
রবিবার (৬ফেব্রয়ারী) দুপুর ১২টায় ভিত্তি স্থাপন ও দোয়া শেষে মাদ্রাসায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর ও আলোচনা সভা অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর সভার মেয়র সাজ্জাদুল হক রেজা,প্যানেল মেয়র ইকবাল রানা,ছদরে মুহতামিম মদিনাতুল উলুম হাফিজিয়া কওমীয়া মাদ্রাসা(খুকনী)আলহাজ্ব হাফেজ মো:আ:রাজ্জাক সাহেব,বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহআলম,বিশিষ্ট সুতা ব্যবসায়ী আলহাজ আবুল হাসেম তালুকদার,মো:সিরাজুল ইলাম,মাদ্রাসার শিক্ষকগণ সহ গ্রামের আপামর জনসাধারন উপস্থিত ছিলেন।