আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন’ শ্লোগানে বেলকুচি দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম এ বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা: আহমদ আলী সরকার,আরও উপস্থিত ছিলেন
বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রত্না খাতুন, বেলকুচি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক,সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ দুর্নীতি বিরোধী কমিটির সদস্য মেহেরুন নেসা,জাহাঙ্গীর আলম,আব্দুর রউফ,হেলাল উদ্দিন,আবুল হাসনাত প্রমুখ।