নিজস্ব প্রতিবেদক-
সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশের অফিসার ইনচার্জের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মন্ডল গ্রুপের নিজস্ব তহবিলের প্রায় ২০ লাখ টাকা ব্যায়ে নির্মীত দৃষ্টি নন্দন এ ভবনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিক, থানার ওসি গোলাম মোস্তফা, বেলকুচি উপজেলা আ’লীগের সভাপতি গাজী দেলখোশ আলী প্রাং, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার ও প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মোনাজাত পরিচালনা ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।