রফিক মোল্লা-
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সেরা বিদ্যাপীঠ বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪৬৭ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার দপুরে ওমর ফারুক মুক্ত মঞ্চে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ার্দার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গর্ভর্নিবডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব শেখ আব্দুস ছালাম।
এসময় চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম.এ আরিফ সরকার, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান ও সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থী সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দেয়া করা হয়।