বর্তমান সময়ে জনপ্রিয় পরিচালক মিলন চিশতী । এবার তিনি নির্মান করেছেন`বিয়ের দাবি’ । সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর । আর এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নাটকটি । এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,সবুজ আশরাফ সুপ্ত, আফরি সেলিনা, কাকা মাকসুদ, শেখ স্বপ্না, মিথিলা, লাবনী ও নাসির সহ অনেকে । নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করছেন মিলন চিশতী ।
এ ব্যাপারে পরিচালক মিলন চিশতী জানান , আশা করি নাটকটি দেখে আপনারা নিরাশ হবেন না । আর এই নাটকে যারা অভিনয় করেছেন তারা সবাই খুব দক্ষ । তারা সবাই সেরাটা দিয়ে কাজ করেছেন ।
আর এভাবে এগিয়ে যায় নাটকটি। এটি সিনেবাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে নিমার্তা সূত্রে জানা যায় ।
টিপিএন২৪- রাব্বি হাসান হৃদয়