চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাষানচরের কাছে বঙ্গোপসাগরের একটি পণ্যবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় জাহাজে থাকা নাবিকদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার আশফাক বিন ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ভাসানচর নতুন চ্যানেলে তন্ময়-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। লাইটার জাহাজটিতে মোট ১১ জন নাবিক ছিল। তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে পণ্যবাহী জাহাজটি ডুবে যায়।