ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন মহোদয়ও পুলিশ প্রশাসনের এর উদ্যোগে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে প্রবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ২৫ শে এপ্রিল রোজ সোমবার ফুলপুর থানার গেস্ট হাউস রুমে আনুষ্ঠানিক ভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শীতেষ চন্দ্র সরকার ইউএনও মহোদয় ও সহকারী ভূমি কমিশনার ফারজানা আক্তার (ববি),ফুলপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, পৌর মেয়র বাবু শশধর সেন সহ ফুলপুর উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান মহোদয় বৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের সুহেল মহোদয় এবং ফুলপুরের সার্কেল এসপি দীপক মহোদয় সহ ফুলপুর থানার সকল পুলিশ কর্মকর্তা বৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি জনাব নাজিম উদ্দিন সাহেব ও সহ সভাপতি ক্বারী সুলতান আহমেদ ফুলপুরী এবং সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ফুলপুর উপজেলা শাখার সভাপতি জনাব মিজানুর রহমান আকন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।