আজ ময়মনসিংহের ফুলপুরে মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মরহুম শামসুল হক এমপি’র ১৭ তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও যোদ্ধা হিসাবে তিনি উজ্জল ভুমিকা পালন করেন। ১৯৭০,১৯৭৩,১৯৮৬,১৯৯১ ও ১৯৯৬ সালে ফুলপুর আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তা ছাড়াও তিনি ১৯৮৮ সালে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৫ ও ১৯৯৬ সনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে পাট মন্ত্রনালয়ে সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের সভাপতি হিসাবে শ্রমিক স্বার্থ সংরক্ষনের জন্য সফলতার সাথে লড়াই সংগ্রাম করে গেছেন।এ ছাড়া তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মসজিদ,মাদরাসা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িদ্ব পালন করেছিলেন। আওয়ামীলীগের তৃনমুল কর্মী ও নেতাদের ছিলেন তিনি পরম বন্ধু। সাধারন মানুষের জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমান ভাবে কাজ করে গেছেন।
তাই তিনি ছিলেন আপাময় জন সাধারনের প্রিয় লোক। সবাই তাকে শামসু ভাই বলে ডাকতেন। সবার প্রিয় শামসু ভাই ২০০৪ সালের ২৭মে চলে গিয়েছেন না ফেরার দেশে। এমন একজন মহান নেতার মৃত্যু আজও মেনে নিতে পারেনি ফুলপুর-তারাকান্দার সাধারণ মানুষসহ গোটা ময়মনসিংহবাসী।