ময়মনসিংহের ফুলপুর ২৯ শে এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে সঞ্চুর গোরস্থান নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন বন্ধন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদের ফ্রী হাট উদ্বোধন করা হয়।ঈদের ফ্রী হাট উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্মসচিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ময়মনসিংহ বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মমিন হোসেন ইউপি সদস্য, সমাজসেবক ফজলুল হক, আব্দুল হেকিম সরকার, নুরুল হক, রনি সরকার এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বন্ধন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে ফ্রী হাটে বিনামূল্যে যা যা ছিলো, মেডিকেল ক্যাম্প, শাড়ি, লুঙ্গি, ছোট ছেলেমেয়েদের জামা কাপড়, কসমেটিক্স, ডাল, সেমাই, চিনি ইত্যাদি। সর্বমোট ২০০ জনকে এই সামগ্রী দেওয়া হয়।