ময়মনসিংহের ফুলপুর ৮ নং রুপসী ইউনিয়নে ২৪ শে এপ্রিল রবিবার পাগলা গ্রামের জাহাঙ্গীর আলমের ৮ বছরের বুদ্ধিপ্রতিবন্ধি ছেলে রাফিকে তারই প্রতিবেশী মিতুল (১৮) নামক এক বখাটে যুবক পিছনের রাস্তা দিয়ে বলাৎকার করেছে বলে ভোক্তভোগির মা জানান। জানাযায় – অভিযুক্ত মিতুল মিয়া (১৮) এলাকার অটো চালক মিরাশ উদ্দিনের বখাটে ছেলে, রবিবার দুপুরে প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধি রাফিকে খেলার কথা বলে ডেকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে বলাৎকার করলে পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হতে থাকলে ছেলের পরিবারের লোকজন বিষয়টি জিজ্ঞেস করলে ছেলে ব্যাথায় কাঁতর অবস্থায় তার মাকে বখাটের জোরপূর্বক বলাৎকারের ঘটনাটি জানান।
তারপর ছেলের মা ঘটনাটি মিতুলের পরিবারের কাছে জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি সহ নানান হুকমি ধমকি সহ ভয় ভীতি প্রদর্শন করেন বলে ভোক্তভোগীরা জানান।
পরবর্তিতে আহত রাফিকে রক্তক্ষরণ অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলাৎকার নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে বলে জানা যায়।