ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে পালিয়ে আসা রুশ ধনকুবেরদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে আবির্ভূত হয়েছে দুবাই।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন-রুশ বিলিওনিয়ার এবং উদ্যোক্তারা নজিরবিহীন সংখ্যায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাড়ি জমাচ্ছেন।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে দুবাইতে রাশিয়ানদের সম্পত্তি কেনার পরিমাণ ৬৭ ভাগ বেড়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা করেনি আরব আমিরাত। এমনকি আরব দেশটি
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। দেশটি রাশিয়ানদের অ-অনুমোদিত ভিসা প্রদান করছে যখন অনেক পশ্চিমা দেশ তাদের সীমাবদ্ধ করেছে।
ধারণা করা হচ্ছে গত দুই মাসে কয়েক হাজার নাগরিক রাশিয়া ছেড়েছে। যদিও সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। একজন রুশ অর্থনীতিবিদ জানান-যুদ্ধ শুরু হওয়ার প্রথম ১০ দিনে প্রায় দুই লাখ রাশিয়ান চলে গেছে।
দুবাইতে কোম্পানিগুলিকে অপারেশন সেট আপ করতে সাহায্য করা ভার্তুজোন রাশিয়ান ক্লায়েন্টদের একটি বিশাল ঢেউ দেখেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জর্জ হোজেইগে বলেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমরা রাশিয়ানদের কাছ থেকে পাঁচগুণ বেশি অনুসন্ধান পাচ্ছি।
তিনি জানান, তারা আসন্ন অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত। সেজন্য তারা তাদের সম্পদ রক্ষার জন্য এখানে চলে আসছে।
সূত্র: বিবিসি