“বিনা খরচ নিন আইনগত সহায়তা-শখ হাসিনার সরকার দিছ এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয় সারাদশর ন্যায় নাটার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ছ। এ উপলক্ষ আজ বহ¯পতিবার সকাল জলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থক একটি বর্নাঢ্য শাভাযাত্রা বর করা হয়। শাভাযাত্রাটি শহরর প্রধান সড়ক প্রদক্ষিণ কর পুনরায় জজ আদালতর সামন ফির যায়। পর সখান এক আলাচনা সভার আয়াজন করা হয়।
জলা ও দায়রা জজ এবং জলা আইনগত সহায়তা প্রদান কমিটির চয়ারম্যান শরীফ উদ্দিনর সভাপতিত্ব সভায় উপ¯িত ছিলন অতিরিক্ত জলা ও দায়রা জজ কামরুনাহার বগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর বিচারক ইমদাদুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আনায়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারক যুবায়র,জলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভাকট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ স¤পাদক অ্যাডভাকট মালক শখসহ অন্যান্যরা।