সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাসের রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সন্ধায় তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষের সভাপত্বিতে কেন্দ্রীয় রাধা মন্দিরে রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, তাড়াশ উপজেলা সনাতন সংস্থার কোষাধ্যক্ষ পুলক ঘোষ, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর, উপজেলা সনাতন সংস্থার যুগ্নসাধারন সম্পাদক মৃণাল সরকার মিলু, সুকুমার সরকার, তাড়াশ পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি তুষার কান্তি ও সাধারন সম্পাদক সুমন সাহা প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস হৃদরোগ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন।