কুমিল্লা মেঘনার চন্দনপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মীমাংসা সালিশ বৈঠকে পরিমল চন্দ্র (৪০) নামে এক গ্রাম পুলিশ মারা গেছেন। শনিবার দুপুরে জেলার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন কার্যালয়ে বৈঠকে এ ঘটনা ঘটে। পরিমল চন্দনপুর গ্রামের অনু চন্দ্র দাস এর ছেলে।
স্থানীয় শহিদুজ্জামানসহ আরও অনেকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হোমাস চন্দ্র দাস এর ভাই সুভাষ চন্দ্র দাস ও গ্রাম পুলিশ পরিমল চন্দ্র দাস এর ভাই গৌরাঙ্গ চন্দ্র দাস এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে মিমাংসার জন্য চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান আহসান উল্লাহ এর কাছে লিখিত অভিযোগ করে সুভাষ।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, ‘সালিশ মীমাংসার জন্য দুই পক্ষকে ইউনিয়ন অফিসে ডেকে আনি এবং মীমাংসার স্বার্থে দুই পক্ষকেই ধমক দেই এর মধ্যে পরিমল হঠাৎ করে পড়ে যায়। পরে সবাই তাকে ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
এদিকে পরিমলের স্ত্রী বলছেন, চেয়ারম্যানের ধমকে ও হোমাসের লাঠি নিয়ে আসা দেখে পরিমল ভয় পেয়ে মারা যায়। এ বিষয়ে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। মৃতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।