সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন এসডিসির সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের কারিগরি প্রিপ ট্রাস্ট, খান ফাউন্ডেশন
বাংলাদেশের ৬টি বিভাগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের
মতবিনিময় সভা সোমবার সকাল ১১টায় উপজেলার সারদা থানাপাড়া সোয়ালোজ ডিএস সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমন্বয়কারী (অপরাজিতা ) রাজশাহী শিরিনা আকতার এর সঞ্চালনায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি কমিটির আহবায়ক আব্দুল কুদ্দুস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফজলুর রহমান, বিএনপি সমর্থক ইউপি মহিলা সদস্য পিয়ারী বেগম, আওয়মীলীগ সমর্থক সাজেদা খাতুন,লাইলী বেগম ও নারী নেতৃত্ব
সাম্ভাব্য প্রাথর্ী কোহিনুর ,তসলিমা খাতুনসহ অন্যান্য নারী সদস্যবৃন্দ।
বক্তারা বলেন,নিবার্চন কমিশনার গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন-২০০৯ অনুচ্ছেদ৯০ বি-তে বলা হয়েছে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক দলে নারীর অবস্থা,ধারনা সম্র্পকে দিক-নিদের্শনা প্রদান করা হয়।