দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিউপার্ট সম্বলিত বিজ্ঞান বিষয়ে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ইউআরসি’র ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক গোবিন্দপুর রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ও পূর্ব নলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস।
এ প্রশিক্ষণের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে শিক্ষকদের ভীতি ও জড়তা দূর করে শিক্ষার্থীদের সহজ ও সুন্দরভাবে পাঠদান করাতে পারবেন।