দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের চাকিনীয়া গ্রামের বগুড়া পাড়ায় সাড়ে ৭ বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে খানসামা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন শনিবার শিশুটি প্রতিবেশী আতিফা খাতুনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী গ্রামে বড় বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলে রাস্তার পাশ্ববর্তী লিচু বাগানে লুকিয়ে থাকা শুড়িগাও গ্রামের মৃত সামছুল হক ফকিরের ছেলে জহুরুল ইসলাম (৪০) শিশুটিকে দেখতে পেয়ে মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির সাথে থাকা আতিফা খাতুন চিৎকার করে। এরপর এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসায় ধর্ষণের চেষ্টাকারী জহুরুল ইসলাম পালিয়ে যায়।
ভুক্তভোগির পিতা জানান, এ ঘটনার পর আমার মেয়ে আতঙ্কিত ও ভয়ভীতিতে রয়েছে। বর্তমানে সে খাওয়া -দাওয়া ছেড়ে দিয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মেয়েকে সুস্থ করে বাড়ি গিয়ে আমি আরো প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।