আসন্ন ঈদ-উল ফিতর-২০২২ উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার হতদরিদ্র অসহায়, গরীবদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কাজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। ঈদুল ফিতরকে সামনে রেখে পৌর এলাকার অসহায়, দু:স্থ ৩০৮১ জন কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়।
কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার উপস্থিত সকল কার্ডধারীদের আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। চাল বিতরণে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আলাউদ্দিন,পৌর সচিব লুৎফর রহমান, কাউন্সিলর রিপন মাহমুদ, শফিকুল ইসলাম, টি এম শরিফুল ইসলাম কুড়ান, রোকনুজ্জামান সহ অন্যান্য কাউন্সিলরগণ।