বাঙালীর সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ। বাংলা সনের ১৪২৯ শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে কাজিপুরে পালিত হয়েছে দিবসটি। পহেলা বৈশাখ কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্যশোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে সমবেত হয়।
উক্ত শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,জনপ্রতিনিধিগন,সুশীল সমাজের একাংশ।
আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়।
আমাদের শিল্প,সাহিত্য,সংস্কৃতি,কৃষি,ব্যবসা,পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন। আজ প্রভাতে নবীন সূযোর্দয়, আকাশে বাতাসে নতুন স্বপন, ভাবি কল্যাণ অনুক্ষণ! জয় বাংলার বাংলার।
টিপিএন২৪/ রাব্বি হাসান হৃদয়