কাজিপুরে ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি হিসেবে কম্বাইন্ড হারভেস্টর মেশিন ওবিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল দুপুর ৩টায় কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণঅধিদপ্তর এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিতরণ কালে উপস্থিত
উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব গান্ধাইল ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন , কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিদ রায় ,উপসহকারী কৃষি অফিসার দিলীপ কুমার, মাহমুদুল হাসান,রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, শাহীন আলম সহ অন্যান্য উপসহকারি কৃষি অফিসারবৃন্দ ।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০% (১৪ লক্ষ )টাকা ভর্তুকিদিয়ে মেশিন গ্রহন করেন উপজেলার নাটুয়পাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল হোসেন। যা দিয়ে ঘন্টায় দুই বিঘা জমির ধান কাটতে সক্ষম। এছাড়া মেশিনটির দ্বারা ধান মাড়ায় করা সম্ভব।খরিপ -১ ২০২১-২০২২ মৌসুমে আউস ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। একজন কৃষককে ২০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমও পি সারও ৫ কেজি বীজ হারে ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ উদ্বোধন করেন অতিথি বৃন্দ।