প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর এ কার্যক্রমকে বেগমান করতে হলে আইন শৃঙ্খলার যথাযথ নিয়ন্ত্রণে রাখতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা, মাদক সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম, অন্যায় প্রতিরোধে আমরা পুলিশ শূন্য সহনশীলতা নীতি অবলম্ভন করি। সম্প্রতি সময়ে প্রতিবেশী দুই দেশের চক্রান্তের ফলে মাদক ঢুকছে দেশে। এতে করে হাত বাড়ালেই মিলছে মাদক। ভারত ও মিয়ানমার থেকে স্রোতের মতো মাদক আসছে। ভারত থেকে আসছে ফেনসিডিল আর মিয়ানমার থেকে ইয়াবা ও আইস।এদের প্রতিহতকরার সময় এসেছে। মাদক কারবারীকে এবং মাদকের সাথে জড়িত তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সিরাজগঞ্জ হাবিবুল আলম বিপিএম নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ি বিট পুলিশ সমাবেশ ও অনলাইনে পুলিশ সেবা সার্ভিস উদ্বোধন কালে বিট পুলিশিং কার্যাক্রম বিষয়ে আলোচনা সভায় উক্ত কথাগুলো বলেন। গতকাল ৫ মার্চ (শনিবার) বিকেলে চরাঞ্চলের নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই এমন চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন,যে কোন মুল্যেই তা প্রতিহত করা হবে। এসব প্রতিরোধে আমাদের কিছু করণীয় আছে। মসজিদের ঈমামদের উচিৎ মাদক ও জমিজমার সুষ্ঠু বন্টন নিয়ে আলোচনা করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যদের এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি নেয়ার পরামর্শ দেন।
বিট পুলিশিং বিষয়ে তিনি জানান,তিনি এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধিকে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” পুলিশি সেবা জনগণের দোরগোরাড় পৌছে দেওয়ার নিমিত্তে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছেগেছে।
প্রতিটা বিটে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সপ্তাহে অন্তত তিন দিন অফিস করবে। জনগণ এলাকার সব তথ্য-অভিযোগ বিটে জানাবে। এসময় তথ্যদাতার নাম ফাঁস হওয়ার ভয় থাকলে অবশ্যই ৯৯৯ এ কল দিয়ে তথ্য জানানোর আহ্বান জানান তিনি।কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্তের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অ্যাপস) ফরহানা ইয়াছমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরি, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন, নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকার, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুস সালাম, খাসষুরিবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকপ্রমুখ।
এরপর সন্ধ্যায় নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে ফিতা কেটে অনলাইনে পুলিশি সেবা সার্ভিসের উদ্বোধন করেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন চরাঞ্চলের ছয় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ নানা শ্রেণি-পেশার মানুষ ।