এনায়তপুর গ্রামীণ জনগাষ্ঠীর উনয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ সÍানর প্রতি মায়দর দায়িত্ব ও গুরুত্ব বাঝাত মা সমাবশ অনুষ্ঠিত হয়ছ। সিরাজগঞ্জ জলা তথ্য অফিস ও গণযাগাযাগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার ম¿ণালয়র আয়াজন মঙ্গলবার দুপুর খামারগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর সমাবশ সভাপতিত্ব করন প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার। এসময় প্রধান আলাচক ছিলন সিরাজগঞ্জ জলা তথ্য অফিসার আবুল খায়র। এছাড়া খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়র ম্যানজিং কমিটির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান জায়াদ্দার ,সহ-সভাপতি আলহাজ্ব আবু তারা মিয়া, এনায়তপুর প্রসক্লাবর সহ-সভাপতি মুক্তার হাসান, একুশ টিভির সংবাদ উপ¯াপক ওয়াহিদুজ্জামান ও ইউপি সদস্য শ্রী পংকজ প্রমুখ।