নিজস্ব প্রতিবেদক-
বিএনপি-জামায়াতের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের নেতৃত্বে এনায়েতপুর ও বেলকুচিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পরে মন্ডলপাড়া মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।এসময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ ও সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দলের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, সাবেক সহসভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, ডা. মজিবুর রহমান, হাতেম আলী মাষ্টার, দলের নেতা এবিএম শামীম হক, শওকত আলী, আমিনুল ইসলাম আল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ ও জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দাবিতে বেলকুচি ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।